জুমবাংলা ডেস্ক: কক্সবাজার, হিমছড়ি, ইনানির মতো আরও অনেক সমুদ্রসৈকত হয়ত আপনি দেখেছেন। তবে এর মাঝে মান্দারবাড়িয়া কিন্তু একেবারে ভিন্ন সৌন্দর্যের খনি। সামনে সমুদ্র আর পেছনে সুন্দরবন এ যেন পেছনে বাঘের ভয় আর সামনে অপার সৌন্দর্য। তাই এবার সমুদ্র দেখতে বেছে নিন এই সৈকত।
সাতক্ষীরার এক অপূর্ব সমুদ্রসৈকত মান্দারবাড়িয়া। হাড়িয়াভাঙ্গা নদীর তীরে ঘন সবুজ বন আর তার সামনে বঙ্গপোসাগরের বিস্তৃত জলরাশি। খুব একটা পরিচিত না হওয়ায় বেশ নিরিবিলি এখানকার পরিবেশ। ৮ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্রসৈকত থেকে ঘুরে আসতে পারেন যে কোন সময়। এই সময়ে সমুদ্র থাকে উত্তাল। তাই একটু সাবধানতা বজায় রাখলেই একটি আনন্দময় ভ্রমণ অভিজ্ঞতা জমা হবে আপনার ভ্রমণ ডায়েরিতে।
বঙ্গোপসাগরের তীরভূমিজুড়ে এক নয়নাভিরাম বালুকাময় সমুদ্রসৈকত এটিএকদিকে সুন্দরবন অপরদিকে বঙ্গোপসাগরের মায়াবীজলরাশির অবিশ্রান্ত গর্জন যেকোন মানুষকেই দেবে অনির্বচনীয় আনন্দ। মান্দারবাড়িয়া সমুদ্রসৈকত প্রকৃতির অপরূপা সুন্দরবন ও উত্তাল বঙ্গোপসাগরের এক রূপসী কন্যা-যা এখনও কিছুটা অনাবিস্কৃত এবং অস্পর্শিত।। সাতক্ষীরার বুড়িগোয়ালিনীর নীল ডুমুরনৌ-ঘাট থেকে এর দূরত্ব আনুমানিক ৭৫কিঃমিঃ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।