চলমান করোনাকালে স্বাস্থ্য সচেতনতা এবং মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করে যারা দৃষ্টান্ত স্থাপন করেছেন- এমন সব যুবককে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে বুধবার (২৬ আগস্ট) ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘করোনা মানুষকে রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। সন্তান অসুস্থ পিতাকে হাসপাতালে রেখে চলে যাচ্ছে। পরিবার মৃত ব্যক্তির লাশ গ্রহণ করছে না। তবে কিছু যুবসমাজ স্বেচ্ছাসেবায় এগিয়ে আসছে। তারা করোনায় আক্রান্ত ব্যক্তির পাশে থেকে সেবা করছে। জীবনের ঝুঁকি নিয়ে করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন কাফন করছে। যেকোনো সংকটে, যেকোনো ক্রান্তিকালে এই যুবকরাই নেতৃত্ব দিয়ে আসছেন। এই সময়ে যাঁরা মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, তাঁদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করতে চাই। এটি তাঁদের ভালো কাজের স্বীকৃতি। আমি বিশ্বাস করি, এই স্বীকৃতি তাঁদের আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে।’
তাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান করা হয়েছে। ১০টি বিভাগে যাচাই-বাছাই করে ১০ জন যুবকে কোভিড-১৯ যুব পুরস্কার দেওয়া হবে। বিজয়ী ১০ জনকে ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটালের ভলান্টিয়ার ক্যাম্পে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।