Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home বেলজিয়াম থেকে বাঁশের সাইকেলে ২৭ দেশ পেরিয়ে বাংলাদেশে
ট্র্যাভেল

বেলজিয়াম থেকে বাঁশের সাইকেলে ২৭ দেশ পেরিয়ে বাংলাদেশে

Shamim RezaFebruary 3, 20203 Mins Read
Advertisement

ট্রাভেল ডেস্ক : বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় সোলার প্যানেল ব্যবহারে মানুষকে উৎসাহী করতে ২৭টি দেশের ৩২ হাজার কি.মি. বাইক চালিয়ে বাংলাদেশে এসেছেন বেলজিয়ামের নাগরিক Gregory lewyllie।

পরিবেশ রক্ষায় সচেতনতার লক্ষ্যে বাঁশের তৈরি এবং সোলারের সাহায্যে বিশেষ ধরনের একটি বাইক নিয়ে ৪৮ বছর বয়সী এই পরিবেশপ্রেমী চষে বেড়াচ্ছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে।

এই পরিবেশপ্রেমী ব্রাসেল ইউনিভার্সিটি থেকে টেলিভিশন সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স শেষ করে বেলজিয়ামের একটি উচ্চবিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি বিষয়ের শিক্ষকতা করছেন। বর্তমানে ৩ দিন মৌলভীবাজারে অবস্থান করে চলে গেছেন ঢাকা।

বাংলাদেশ ঘুরবেন ফেব্রুয়ারি পর্যন্ত। ৬ মার্চ বাংলাদেশ ছেড়ে চলে যাবেন ভুটান তবে ভুটান যাওয়ার আগেই বাইক জাহাজে করে বেলজিয়ামে পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত রয়েছে তার।

ভ্রমণের ধারাবাহিকতায় ওই পরিবেশপ্রেমী ২৭ জানুয়ারি মৌলভীবাজার এসে ৩০ জানুয়ারি পর্যন্ত অবস্থান করেন। এ সময় তিনি জেলার একাধিক দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

পরিবেশপ্রেমী Gregory lewyllie জানান, বিশ্বব্যাপী পরিবেশ নষ্ট হচ্ছে। পরিবেশ নষ্টের কারণে জলবায়ুর প্রভাবে হুমকিতে পড়েছে এই পৃথিবী। এই পৃথিবীর মানুষসহ প্রতিটি প্রাণ বাঁচানোর জন্য পরিবেশ রক্ষা প্রয়োজন। পরিবেশের জন্য বড় একটি হুমকি বিদ্যুৎ। বিদ্যুৎ উৎপাদনের কারণে সরাসরি পরিবেশে আঘাত করে যা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। তবে সভ্যতার প্রয়োজনে বিদ্যুৎ দরকার। আর এর সমাধান হচ্ছে সোলার প্যানেল।

তিনি জানান, সোলার প্যানেল বিশ্বব্যাপী জনপ্রিয় হলে বিদ্যুতের কারণে পরিবেশের যে দূষণ হয় তা কমে আসবে। বিশ্বব্যাপী সচেতনতার লক্ষ্যে তৃতীয় ধাপে ২০১৮ সালের ৩ জুন বেলজিয়াম থেকে শুরু করে ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, হল্যান্ড, রাশিয়া, কাজাখিস্তান, চীন, লাওস, ভারত এবং সর্বশেষ বাংলাদেশসহ ২৭টি দেশ বাইকে করে ভ্রমণ করেছেন। বাঁশের তৈরি বাইক নিয়ে ২৭টি দেশ ঘুরতে ৩২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে।

১৮ জানুয়ারি তিনি সিলেটের ডাউকি বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। মধ্যে ডান কাদের ব্যথা পেয়ে ৮ দিন বিশ্রামে ছিলেন।

তার বাহনটি মূলত বাইসাইকেল হলেও এর সঙ্গে সোলার প্যানেলের সাহায্যে ব্যাটারির মাধ্যমে চালানো হয় যা অনেকটা মোটরসাইকেলের ইঞ্জিনের কাজ করছে। তবে চার্য চলে গেলে বা ব্যাটারির সংযোগ আলাদা করে বাইসাইকেলের মতো চালানো যায়।

বিশেষ এই বাইক তৈরিতে তিনি ব্যবহার করেছেন বাঁশ এবং এ প্রযুক্তি তার নিজের। বেলজিয়ামে বাঁশ না থাকায় উগান্ডা থেকে আমদানি করে বাঁশ আনিয়েছেন শুধু এই বাইকটি তৈরির জন্য। ৪.২০ মিটার লম্বা এই বাইকের পেছনের দিকটা অনেকটা ঠেলাগাড়ির মতো যার প্রস্থ ১ মিটার। মূলত পেছনের এই অংশে রয়েছে দুইটি সোলার প্যানেল যা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় আর এর সাহায্যেই চলে বাইকটি।

এবারের রাইডটি তৃতীয় দাপের জানিয়ে তিনি বলেন, সোলার প্রতি সচেতনতা বাড়াতে তিনি এর আগে ২০০৬ থেকে ২০০৯ সাল এবং ২০১৩ থেকে ২০১৪ সালে দুইবার সাধারণ বাইসাইকেল নিয়ে ভ্রমণ করেছেন। এই দুইবারে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি বুলগেরিয়া,প্যারু, ইকুয়েডর, কাজাখিস্তান, চায়নাসহ বেশকিছু দেশ ভ্রমণ করেছেন।

আগের দুটি রাইড সাধারণ বাইসাইকেলে হলেও ২০১৮ সালের ৩ জুন থেকে সোলার চালিত বাঁশের তৈরি একটি বাইক নিয়ে বের হয়েছেন। দেশে ফিরে গিয়ে আবারও নতুন সিদ্ধান্ত নেয়ার চিন্তা রয়েছে ওই পরিবেপ্রেমীর।

দীর্ঘ এই পথে অনেক বন্ধু-স্বজন পেয়েছেন জানিয়ে Gregory lewyllie বলেন, প্রতিটা দেশে নতুন নতুন পরিবেশ এবং নতুন নতুন মানুষ, সংস্কৃতি আমাকে আনন্দ দেয়। এই আনন্দ এই ভ্রমণের সব থেকে বড় পাওয়া। যেখানেই গেছি সাধারণ মানুষ আমাকে আপন করে নিয়েছে। অনেক সময় ঘিরে ধরেছে আমার বাঁশের বাইক দেখতে।

তবে দীর্ঘ এই ভ্রমণে দুর্ঘটনায় পরে ২ মাস বিশ্রামে ছিলেন জানিয়ে তিনি বলেন, লাওসে ৮ মিটার উঁচু থেকে বাইক নিয়ে পড়ে যান এতে তার ডান কাঁধে মারাত্মক আঘাত পান যার কারণে ২ মাস বিশ্রামে ছিলেন।

তিনি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি মানুষের জানা মানুষের অস্তিত্বের জন্য, প্রতিটি প্রাণের অস্তিত্বের জন্য পরিবেশ রক্ষায় এগিয়ে আসে।

Gregory lewyllie এর সঙ্গে যখন আলাপ হচ্ছিল তখন উপস্থিত ছিলেন মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির মর্ডারেটর ইমন আহমদ ও সৈয়দ রাফিউল ইসলাম।

তারা বলেন, আমরা আমাদের কমিউনিটির পক্ষ থেকে তাকে স্বাগত জানিয়েছি। দুইদিন ধরে তার সঙ্গে আছি। সব সময়ই যে কেউ আসলে আমরা স্বাগত জানাই প্রয়োজনীয় সাহায্য করি কিন্তু Gregory lewyllie মানুষ হিসেবে খুবই ফ্রেন্ডলি এবং বন্ধুভাবাপন্ন। সে পরিবেশের প্রতি খুবই সচেতন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘২৭’ ট্র্যাভেল থেকে দেশ পেরিয়ে বাংলাদেশে বাঁশের বেলজিয়াম সাইকেলে
Related Posts
Passport

ভিসা ছাড়াই বাংলাদেশিরা যেসব দেশে যেতে পারবেন

December 18, 2025
পাসপোর্ট

বিশ্বের যেসব দেশে ঘুরতে ভিসার কোন প্রয়োজন নেই

December 8, 2025
ভিসা

৫টি দেশে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন, খরচও অনেক কম

December 7, 2025
Latest News
Passport

ভিসা ছাড়াই বাংলাদেশিরা যেসব দেশে যেতে পারবেন

পাসপোর্ট

বিশ্বের যেসব দেশে ঘুরতে ভিসার কোন প্রয়োজন নেই

ভিসা

৫টি দেশে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন, খরচও অনেক কম

বাংলাদেশী পাসপোর্ট

৫টি দেশে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন, খরচও অনেক কম

Visa

ভিসা পেতে কত টাকা থাকতে হবে ব্যাংকে? জেনে নিন জনপ্রিয় দেশগুলোর শর্ত

Passport

ঘরে বসে ই-পাসপোর্ট করার সহজ উপায়

Passport

৫ বছরেও মেলেনি পাসপোর্ট, মজিবুরের খরচ ২ লাখ টাকা

Travel

৪০ হাজার টাকার মধ্যে দেশের বাইরে ঘুরতে যেতে পারেন এই ৫টি স্থানে

বাংলাদেশী পাসপোর্ট

৫টি দেশে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন, খরচও অনেক কম

পাসপোর্ট

শুধু পাসপোর্ট থাকলেই বিশ্বের যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.