জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জুমার নামাজে দূরত্ব বজায় রেখে বসতে বলায় ক্ষিপ্ত এক যুবক মসজিদে হামলা চালিয়ে ভাংচুর করেছে।
শুক্রবার দুপুরে উপজেলার ডাউকি পুরাতন মসজিদে এ ঘটনা ঘটে।
মুসল্লিরা জানান, ডাউকি গ্রামের প্রবাসী ঝন্টু মালিথার ছেলে রবিন বিলম্বে নামাজ পড়তে মসজিদে ঢোকে রবিন। গা ঘেঁষে বসলে তাকে সামাজিক দূরত্ব অর্থাৎ ফাঁকা হয়ে বসতে বলা হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে সে মসজিদ থেকে বের হয়ে যায়।
পরে নামাজ শুরু হলে সে মসজিদের জানালায় ইটপাটকেল ছোড়ে। এতে জানালার গ্লাস ভেঙে যায়। নামাজ শেষে মুসল্লিরা একজোট হয়ে হামলাকারী যুবককে ধাওয়া করলে সে গ্রাম ছেড়ে পালিয়ে যায়।
আলমডাঙ্গা থানার ওসি আলমঙ্গীর কবীর বলেন, ঘটনাস্থলে দ্রুত পুলিশ গিয়েছিল। সবাইকে আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ করা হয়েছে। যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।