ভ্রমণ মৌসুমে সমুদ্র হাতছানি দেয় ভ্রমণপিয়াসীদের। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এ ক্ষেত্রে থাকে পছন্দের শীর্ষে। ইদানীং এখানে গড়ে উঠেছে বেশ কিছু বিচ রিসোর্ট; এগুলোর সৌন্দর্যে মিল পাওয়া যাবে মালদ্বীপের সঙ্গে। এমন চারটি রিসোর্টের খোঁজখবর থাকল আজ।
১ ডিসেম্বর ২০২৪ থেকে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সেন্ট মার্টিনে রাত যাপন করা যাবে। প্রতিদিনই ইনানী নেভিঘাট থেকে সেন্ট মার্টিন নৌরুটে নিয়মিত চলাচল করবে এমভি কর্ণফুলী এক্সপ্রেস। এই মৌসুমে সেন্ট মার্টিনের কোলাহলহীন আবহ উপভোগ করতে ঘুরে আসতে পারেন।
ইলিসিয়াম রিট্রিট
সেন্ট মার্টিনের দক্ষিণ পাড়ায় পশ্চিম দিকের সবচেয়ে নিরিবিলি ও আকর্ষণীয় বিচ; এর নাম আগন্তুক বিচ। সেখানেই সম্পূর্ণ প্যানারমিক বিচ ভিউ ইকো রিসোর্ট ইলিসিয়াম রিট্রিট। এখান থেকে সমুদ্রের প্যানারোমিক ভিউ আসলেও নয়নাভিরাম ।
রিসোর্টটিতে সর্বমোট ৫টি কাপল রুম আছে। ডুপ্লেক্স ২টি ভিলায় ৪টি করে রুম ও ১টি সিঙ্গেল কটেজ। সব কটি রুম থেকে সমুদ্র দেখা যায়।
ডিসেম্বর ও জানুয়ারি মাসের রুম ভাড়া:
ডুপ্লেক্স কটেজের টপ ফ্লোর রুম: ৭ হাজার টাকা।
ডুপ্লেক্স কটেজের বেজমেন্ট ফ্লোর রুম: ৫ হাজার ৫০০ টাকা।
সিঙ্গেল কাপল কটেজ: ৬ হাজার টাকা।
স্যান্ড ক্যাসেল বিচ রিসোর্ট
সুমদ্রপাড়ের চমৎকারএকটি রিসোর্ট। এখানে ডিসেম্বর মাসের জন্য ছুটির দিন ছাড়া রুম বুকিংয়ে থাকছে ২৫ শতাংশ ছাড় উপভোগ করুন।
হানিমুন স্যুট: প্রতি রাত ১৫ হাজার টাকা। প্রিমিয়াম স্যুট প্রতি রাত: ১৩ হাজার ৫০০ টাকা। একজিকিউটিভ স্যুট: প্রতি রাত ১২ হাজার টাকা। ক্যাসেল স্যুট: প্রতি রাত ১১ হাজার ২৫০ টাকা। লাক্সারি ক্যাসল স্যুট: প্রতি রাত ১০ হাজার ৫০০ টাকা। সব রুমে আছে নগরজীবনের আধুনিক সুযোগ–সুবিধা। কমপ্লিমেন্টারি নাশতা, প্রাইভেট বিচ, ইন–হাউস রেস্তোরাঁ ও সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা।
ফ্যামিলি টাইম বিচ রিসোর্ট
সেন্ট মার্টিনে আরেকটি মনোরম রিসোর্ট এটি। প্রতিটি কক্ষের সঙ্গে আছে অ্যাটাচড বাথ ও ব্যালকনি; এখান থেকে সমুদ্র দেখা যায়। মজার ব্যাপার হচ্ছে, নামের সঙ্গে রুমের নামের রয়েছে সংযোগ। ভিলাগুলোর নাম বেশ মজার; বেয়াইন বাড়ি, বেয়াই বাড়ি, মামা বাড়ি, নানা বাড়ি, চাচা বাড়ি। একদম সমুদ্রের কাছের প্রিমিয়াম ভিলার নাম শ্বশুরবাড়ি, যা নববিবাহিতদের জন্যই যেন করা। আরেকটি প্রিমিয়াম ভিলা হচ্ছে ‘বাবার বাড়ি’। এই ভিলার ব্যালকনিতে রয়েছে দোলনা, সমুদ্রের ঢেউয়ের শব্দে দোল খেতে খেতে বাতাসের আবহ দারুণ অনুভূতি দিবে নিঃসন্দেহে। পুরো নভেম্বর বুকিংয়ের জন্য ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।