পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো ৩০ কেজির বাঘাইড় মাছ। সাড়ে ২৮ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি। গতকাল সকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে স্থানীয় জেলে হজরত আলী মন্ডলের জালে মাছটি ধরা পড়ে। মাছটি এক নজর দেখার জন্য ভিড় করে স্থানীয়রা।
হজরত আলী মন্ডল জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মা নদীতে বেড় জাল ফেলি। রাতে তেমন মাছ পাইনি। কিন্তু ভোরের দিকে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় জাল ফেলি। সকালে জাল টেনে বিশাল আকারের একটি বাঘাইড় মাছ পাই। পরে মেপে দেখি মাছটির ওজন ৩০ কেজি। দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লার কাছে মাছটি বিক্রি করে দেই।
চাঁন্দু মোল্লা বলেন, হজরত আলী মন্ডলের জালে বিশালাকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে এমন খবর শুনে সেখানে যাই। প্রতি কেজি ৯৫০ টাকা ধরে মোট ২৮ হাজার ৫০০ টাকায় মাছটি কিনি। ১ হাজার বা ১০৫০ টাকা করে প্রতি কেজি মাছ বিক্রি করতে পারবো বলে আশা করছি।
এর আগেও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে গুরু হলদারের জালে ২৮ কেজি ওজনের একটি পাঙ্গাশ, রহমান হলদারের জালে ২৮ কেজি ওজনের একটি কাতল ও শাহীন হলদারের জালে ধরা পড়ে ২০ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।