আন্তর্জাতিক ডেস্ক : প্রযুক্তিগত কারণে লন্ডনের বিখ্যাত হিথ্রো বিমানবন্দরে অন্তত ৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৫ হাজার যাত্রী। বিমানবন্দর পরিণত হয়েছে লাগেজের সমুদ্রে।
অন্যদিকে নেদারল্যান্ডসের শিপুল এয়ারপোর্টে ফ্লাইট দেরি হওয়ায় বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে সোমবার হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ টার্মিনাল ২ ও ৩-এর ১০ শতাংশ ফ্লাইট কমানোর কথা জানিয়েছে। অন্যদিকে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে পূর্বনির্ধারিত ১ লাখ ৬০ হাজার ফ্লাইটের ৭ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে ইজিজেট নামের অন্য একটি এয়ারলাইনস।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সংকট কাটাতে হিথ্রো বিমানবন্দরে কিছু এয়ারলাইনস তাদের ফ্লাইটের সময়সূচি সমন্বয় করতে পারে। সেক্ষেত্রে যাত্রীদের যাত্রা স্থগিত করতে হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।