ডেঙ্গুতে মৃত্যু ২৫০ ছুঁই ছুঁই, চলতি বছরে আক্রান্ত ৪৯৮৮০

Dengue

জুমবাংলা ডেস্ক : সবশেষ ২৪ ঘণ্টায় এডিস মশাজনিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে মারা গেছে ২৪৭ ডেঙ্গু রোগী।

Dengue

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছে এক হাজার ২৯৮ জন। এ নিয়ে চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৮৮০ জন।

রবিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তেরর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে পাঁচজনই ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা। এ ছাড়া অন্যজন চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরের।

তথ্য অনুযায়ী, চলতি বছরে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪৫ হাজার ৬৯০ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

সেই হিসেবে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ১৯০ জন রোগী চিকিৎসাধীন।