জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি কেন্দ্রের ভোটে বেসরকারিভাবে ৩১১ ভোট এগিয়ে আছেন ঢাকা-১২ আসনের নৌকার প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরই গণনা শুরু হয়। এতে দেখা যায়, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩৩০টি। এরমধ্যে নৌকা প্রতীকে আসাদুজ্জামান খান কামাল পেয়েছেন ৩১১টি ভোট।
লাঙ্গল পাঁচটি, মোমবাতি দুটি, টেলিভিশন একটি, সোনালী আঁশ একটি, আম প্রতীকে ভোট পড়েছে চারটি। এ ছাড়া বাতিল হয়েছে ছয়টি ভোট। এ কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৪৪৫ জন।
ঢাকা-১২ আসনে কেন্দ্র ১৪০টি। এখানে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ১১১ জন। এদের মধ্যে পুরুষ ১লাখ ৭৫ হাজার ৫২৭ জন ও নারী ১ লাখ ৫৭ হাজার ৫৮১ জন। এ আসনে নৌকার প্রার্থী আসাদুজ্জামান কামালসহ ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর আগে সকাল ৮টায় শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। শুরুতেই ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মায়ের পর ভোট দেন সায়মা ওয়াজেদ পুতুলও। সকাল পৌনে ৯টার দিকে শান্তিনগরে ভোট দিয়ে গণমাধ্যমে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ ছাড়াও সকাল সকাল ভোট দেন বেশ কয়েকজন আলোচিত প্রার্থী এবং মন্ত্রী ও শীর্ষস্থানীয় নেতা।
ভোট শুরুর পর পরই দেশীয় পর্যবেক্ষকের পাশাপাশি দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষকও বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন। সকাল সোয়া ৮টায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান চীনা, মরিশাস, উজবেকিস্তানের পর্যবেক্ষক দল। এ ছাড়া সকাল সাড়ে ৮টার দিকে কমনওয়েলথ পর্যবেক্ষকরা তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। ভোটের পরিবেশ ভালো বলে জানান যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার ও নির্বাচনী পর্যবেক্ষক মার্টিন ডে।
নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হয় ২৯৯ আসনে। ওই আসনটিতে পরে ভোটগ্রহণ হবে। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।