জুমবাংলা ডেস্ক : কর দেওয়া শুরু করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর যে নম্বর দেয় তাকে আয়কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বলা হয়। শুরুতে নম্বর পাওয়ার পর পরের বছরগুলোতে ওই নম্বরের বিপরীতে আয়ের বিবরণী হালনাগাদ করে কর দেওয়া হয়। রিটার্ন বা আয়কর বিবরণী দাখিলের পর এনবিআর থেকে একটি সনদ দেওয়া হয় যাকে আয়কর সনদ বলে।
চলতি ২০২২-২৩ অর্থবছরে ৩৮ সেবার বিপরীতে রিটার্ন জমা বাধ্যতামূলক ছিল। নতুন আয়কর আইনে এই খাতে আরও ছয় সেবা যুক্ত হচ্ছে। সবমিলে আগামী অর্থবছরে সরকারি-বেসরকারি খাতের ৪৪ সেবার বিপরীতে করযোগ্য আয় না থাকলেও এই কর দিতে হবে। টিআইএন নম্বর নিয়ে বহু মানুষ রিটার্ন জমা দেন না, যদিও জমা না দিলে আয়কর আইনে সাজার বিধান আছে। এমন টিআইএনধারীদের করের আওতায় আনতেই এ চেষ্টা সরকারের।
তবে আয়কর নিয়ে ২০২৩-২৪ সালের বাজেট প্রস্তাবনার পর জনমনে বেশ ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরে বাজেট প্রস্তাবনার পর থেকে অনেকেই মনে করছেন, করমুক্ত সীমার নিচে থাকলেও ২ হাজার টাকা গুনতে হতে পারে।
তবে কোনো করদাতা টানা তিন বছর শূন্য রিটার্ন দাখিলের পর টিআইএন স্থগিতের আবেদন করা যাবে।
তবে টিআইএন নম্বর নেওয়ার পর কারও আয় কমে গেলে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতার বাইরে থাকার সুযোগ আছে।
এসব কারণেই ২০২৩-২৪ সালে টিআইএনধারীদের রিটার্ন জমার ক্ষেত্রে বাধ্যতামূলক যে দুই হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে তা থেকে কেউ মুক্তি পেতে পারেন।
আয়কর আইনজীবীরা জানান, শুধু আয় কমে গেলেই নয় বরং বয়সজনিত ও মৃত্যুর কারণেও টিন স্থগিতের সুযোগ আছে। সেক্ষেত্রে এনবিআরের ফরমে আবেদন করলে যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত দেবে সংস্থাটি।
এদিকে কাদের জন্য টিআইএন প্রযোজ্য সেই তালিকার দিকে অঙ্গুলিনির্দেশ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আপনি যেটা বললেন, সাধারণ গরিব মানুষের কোনো অসুবিধা হবে কি না, সাধারণ গরিব মানুষের তো টিআইএন বাধ্যতামূলক নয়।’
এর আগে গত অর্থবছরে সরকারি ৩৮ টি সেবা নিতে বাধ্যতামূলক করা হয় টিআইএন। টিন নিলে রিটার্ন দেওয়াও বাধ্যতামূলক। চলতি বছরের বাজেটের পর জনমনে প্রশ্ন উঠেছে- কারো যদি এই ৩৮টি সুবিধা ভোগের জন্য টিআইএন নেওয়ার পর আয় কমে যায় তবে তার আয়কর দিতে হবে কিনা?
এমন পরিস্থিতিতে এনবিআর গণমাধ্যমকে জানায়, কারো আয় আয়কর আরোপযোগ্য সীমার নিচে নেমে যায়, যদি আপনার মনে হয় নিকট ভবিষ্যতে আয়সীমা ন্যূনতম আয়কর প্রদানের আওতায় আসবে না, তাহলে আপনি সংশ্লিষ্ট সার্কেলের উপ-কর কমিশনার বরাবর টিআইএন বাতিলের কারণ ব্যাখা করে আবেদন করতে পারেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।