গোলাম কিবরিয়া : পাহাড়ের প্রকৃতি যেন মুগ্ধতার শেষ নেই। বর্ষায় পাহাড়ের সবুজের সমারোহ সকল প্রকৃতি প্রেমিককেই আকর্ষণ করে। এসময়ে পাহাড় ভ্রমণে কিছু বিষয় লক্ষ্য রাখা উচিত। জেনে নিন এমন কিছু টিপস।
পাহাড়ে ভ্রমণের আগে আপনাকে সর্বপ্রথম আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখতে হবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে, সেই অনুযায়ী ভ্রমণের পরিকল্পনা করুন।
ফার্স্ট এইডের সামগ্রী কাছে রাখুন। এর মধ্যে পাহাড়ি কিছু পোকামাকড়ের উপদ্রব তো থাকবেই। সেই বিশেষ ধরনের ওষুধ সঙ্গে রাখুন।
বাইরে খাবার খাওয়ার আগে তা কতটুকু নিরাপদ সে সম্পর্কে সর্বোচ্চ নিশ্চিত হওয়ার চেষ্টা করুন। কারণ এসময়ে জলবাহিত রোগে আক্রান্ত হয় বহু মানুষ। ঘুরতে গিয়ে পেটের অসুখ দেখা দিলে, ঘুরে বেড়ানোটাই মাটি হয়ে যেতে পারে।
বর্ষায় পাহাড়ে গেলে অবশ্যই সঠিক জুতো নিতে ভুলবেন না।
ওয়াটারপ্রুফ ব্যাগ রাখুন। রাস্তায় যেকোনো সময় বৃষ্টিতে ব্যাগ ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। আগে থাকতেই প্রস্তুত থাকুন।
ঘুরে বেড়ানোয় বৃষ্টি যেন বাধা না হয়ে দাঁড়ায়, তাই রেনকোট, ছাতা সঙ্গে রাখুন।
যেসব এলাকায় পাহাড় ধ্বসের ঝুঁকি রয়েছে, সেগুলো এড়িয়ে চলুন। প্রয়োজনে গাইডের সাহায্য নিন।
পাহাড়ে উঠতে গিয়ে তাড়াহুড়া করবেন না। কারণ, বৃষ্টিতে পাহাড় অনেকটাই পিচ্ছিল হয়ে যায়। তাই পাহাড়ে যেখানেই যান, ধীরে-সুস্থে চলাফেরা করুন।
বছরের অন্যান্য সময় খাল বা ঝিরিপথ প্রায় শুকনা থাকলেও বর্ষাকালে হয়ে উঠে পিচ্ছিল ও দুর্গম। অল্প বৃষ্টিতেই ভয়ংকর বিপদের কারণ হয়ে পারে এই ঝিরি পথ। তেমনি একটি অনাকাঙ্ক্ষিত বিপদের নাম ফ্লাশ ফ্লাড বা পাহাড়ি ঢল। এবিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।