জুমবাংলা ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ভোটের ফল আসা শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৪০টি কেন্দ্রে ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
প্রাপ্ত ফলে আওয়ামী লীগের আতিকুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৪৬,৭৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩২,৯১০ ভোট।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফজলে বারী মাসউদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩,৭৪৮ ভোট।
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে ঢাকার দুই সিটিতে। এবারই প্রথম সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হয়।
ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১। এ সিটিতে ৫৪টি ওয়ার্ড, ১৮টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড, ১ হাজার ৩৪৯টি ভোট কেন্দ্র ও ৭ হাজার ৫১৬টি বুথ (ভোট কক্ষ) রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।