জুমবাংলা ডেস্ক : ভ্রমণের পথে যাত্রা বিরতি নিলে মিলবে ফ্রি ভিসা। যারা ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য এটি সুসংবাদ বটে।
ইউরোপ, আমেরিকা বা আফ্রিকা ভ্রমণ পথে দুবাইয়ে ৯৬ ঘণ্টার জন্য যাত্রা বিরতি করলে দুবাইয়ের ফ্রি ভিসা এবং দুই রাতের জন্য ফ্রি হোটেল সুবিধা দেবে বেসরকারি বিমান সংস্থা এমিরেটস।
এই অফারটি পেতে হলে ১১ ফেব্রুয়ারী থেকে ২৪ ফেব্রুয়ারী ২০২০ এর মধ্যে ফ্লাইট বুকিং এবং ২০ ফেব্রুয়ারী থেকে ৩১ মার্চ ২০২০ এর মধ্যে ভ্রমণ করতে হবে। একই সঙ্গে এয়ারলাইনের পক্ষ থেকে বিশেষ ভাড়াও অফার করা হচ্ছে। ইউরোপ ভ্রমণের ক্ষেত্রে সর্বনিম্ন সকল ট্যাক্সসহ রিটার্ণ ভাড়া হবে ৯২৭ মার্কিন ডলার।
ইকোনমি শ্রেণীর যাত্রীরা দুবাইয়ের রোভ বা সমমানের কোন হোটেলে বিনামূল্যে দু রাত্রী যাপনের সুবিধা পাবেন। প্রথম ও বিজনেস শ্রেণী বা মিক্সড শ্রেণীর যাত্রীরা অ্যাড্রেস স্কাই ভিউ বা অ্যাড্রেস ফাউন্টেন ভিউ অথবা সমমানের কোন হোটেলে অনুরূপ সুবিধা পাবেন। বরাবরের মতো প্রথম ও বিজনেস শ্রেণীর যাত্রীরা ড্রাইভারসহ প্রাইভেট গাড়ীতে এয়ারপোর্ট ট্রান্সফারের সুবিধা পাবেন।
দুবাই অবস্থানকালে যাত্রীরা ‘স্কাইওয়ার্ডস এভরিডে’ অ্যাপ ব্যবহারের মাধ্যমে এমিরেটস লয়্যালটি প্রোগ্রামের মাইল (পয়েন্ট) অর্জন করতে পারবেন। সংযুক্ত আরব আমিরাতের ১০০০টির অধিক আউটলেট এবং ২৫০টি ব্র্যান্ডে কোন কিছু ক্রয় করলে সঙ্গে সঙ্গেই তাদের একাউন্টে স্কাইওয়ার্ড মাইল জমা হতে থাকবে। এই মাইল ব্যবহার করে পরবর্তিতে যাত্রীরা ফ্লাইট আপগ্রেড, এয়ার টিকিট ক্রয়, হোটেল রুম বুকিং ইত্যাদি করতে পারবেন।
এমিরেটস বর্তমানে আধুনিক সুপরিসর বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সাহায্যে ঢাকা থেকে দৈনিক ৩টি ফ্লাইট পরিচালনা করছে। আগামী ২৯ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এমিরেটসের চতুর্থ দৈনিক ফ্লাইট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।