জুমবাংলা ডেস্ক : মৃতদেহ উদ্ধারের জন্য অভিযান চালিয়ে জীবন্ত নারীকে উদ্ধার করেছে যশোরের পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে যশোর শহরের কাজীপাড়া কাঠালতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। উদ্ধার জেসমিন (৩০) কাঠালতলা এলাকার রিপনের ভাড়াটিয়া দিলীপ ওরফে দিলুর স্ত্রী।
যশোর চাঁচড়া ফাঁড়ির পুলিশ জানান, কাঠালতলা এলাকার স্থানীয়রা সোমবার দুপুর ১২টার দিকে থানায় সংবাদ দিয়ে জানান, কাঠালতলার রিপনের ভাড়াড়িয়া দিলুর স্ত্রী গত দুইদিন ধরে ঘর থেকে বের হয় না। মনে হয়, ঘরের মধ্যে মারা গেছে।
সংবাদ পেয়ে যশোর কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শেখ তাসমিম আলম, পুরাতন কসবা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিলন, এসআই সুকুমার, এসআই মতিয়ার রিপনের বাড়িতে যান। প্রথমে তারা দিলুর ঘরের দরজা ভাঙ্গার চেষ্টা করে। পরে ঘরের জানালা ভেঙ্গে ভিতরে দিলুর স্ত্রী জেসমিনকে দেখতে পায়। এরপর ঘরের দরাজা ভেঙ্গে স্থানীয় এক নারীকে ঘরের ভিতরে ঢুকে নারী পুলিশ সদস্যের সহযোগিতায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আহমেদ তারেক সামস তাকে মানসিক রোগী হিসেবে ভর্তি করে নেয়।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে জেসমিনের স্বামী দিলু মাদক মামলায় পুলিশ গ্রেফতার করেছে। এ রিপোর্ট লেখার সময়য় জেসমিন অসুস্থ্য অবস্থায় যশোর জেনারেল হাসপাতালের মেডিসেন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



