জুমবাংলা ডেস্ক : বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবার সাপের আতঙ্ক দেখা দিয়েছে।এরইমধ্যে ক্যাম্পাসের ভেতর থেকে প্রায় ৬ হাত লম্বা একটি পদ্ম গোখরা সাপ উদ্ধারের কথা জানিয়েছেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বঙ্গবন্ধু হলের স্টাফদের মাধ্যমে হলের পাশে সাপের অবস্থানের বিষয়টি জানতে পারি। তাদেরও বিষয়টি শিক্ষার্থীরা জানিয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে গর্তসহ কিছু আলামত দেখতে পেয়ে সাপুরেদের খবর দেয়া হয়।
তিনি বলেন, বিকালে পটুয়াখালী থেকে এক সাপুরে এসে বঙ্গবন্ধু হলের প্রভোষ্ট অফিসের পশ্চিম পার্শে গর্ত করে আনুমানিক ৫-৬ হাত লম্বা সাপটি জীবিত উদ্ধার করে। পাশাপাশি ৮-১০ টির মতো ডিমও উদ্ধার করা হয়। সাপুরে জানিয়েছে ওই গর্তে থেকে সাপটি ডিমে তা দিচ্ছেলো।
ডিমগুলো অন্যত্র সরিয়ে ফেলে সাপুরে সাপটিকে নিয়ে চলে গেছে। যাওয়ার সময় সে জানিয়েছে উদ্ধার হওয়া সাপটি পদ্ম গোখরা জাতের বিষধর সাপ।
তিনি বলেন, কীর্তনখোলা নদী তীরবর্তী আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি যেখানে অবস্থিত সেই জায়গাটা বিলের মতো নীচু জায়গা ছিলো। এখানে কিছু পুরাতন, পরিত্যাক্ত বাড়িও ছিলো। সেইসাথে আশপাশে জঙ্গল ও ডোবাসহ বিভিন্ন ধরণের জলাশয় রয়েছে। তাই এ ক্যাম্পাসে প্রায়ই সাপের দেখা পায় শিক্ষার্থীরা। তবে সম্প্রতি এত বড় সাপে দেখা আর মেলেনি।
তিনি বলেন, ক্যাম্পাস পরিস্কার রাখার পাশাপাশি কার্বলিক এসিড ব্যবহার করার চিন্তা ভাবনা আমাদের রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খুরশিদ আলমবলেন, সাপের উপদ্রব ক্যাম্পাসে আগে থেকেই রয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে কিছুটা আতঙ্কও রয়েছে। তবে আমরা ক্যাম্পাস পরিস্কার রাখার ওপরে জোর দিচ্ছি। সেইসাথে কার্বলিক এসিড ব্যবহার করার চিন্তা ভাবনা করা হয়েছে।
এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন, সাপটি আনুমানিক সাড়ে ৫ ফুট লম্বা হবে এবং প্রায় ডজনখানেকের ওপরে ডিম ছিলো ওই গর্তে। যা সাপুরে উদ্ধার করেছে। তারা জানান, সাপ আতঙ্কে সন্ধ্যার পর ক্যাম্পাসে হাটাচলা করতে হয় খুব হিসেব করে, আর এখন এই বিষধর সাপ দেখে সবার মাঝেই সাপ আতঙ্ক ছড়িয়ে পরেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।