Advertisement
জুমবাংলা ডেস্ক : ব্লেড দিয়ে পুলিশ স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার ২য় স্ত্রী ডলি। মঙ্গলবার (১১ জুন) বিকেলে নড়াইয়ের লোহাগড়া উপজেলার আমদা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতের নাম ইমদাদ (২৭)। তিনি আমদা গ্রামের বজলেয়ার রহমানের ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কর্মস্থল যশোরে বলে জানা গেছে।
আহত পুলিশ সদস্য ইমদাদ জানান, ডলি তার ২য় স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ডলি ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গে আঘাত করে। এতে তার পুরুষাঙ্গের অনেকটা কেটে যায়। খবর পেয়ে প্রথম স্ত্রী মিমসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
সার্জারী ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, আহত ইমদাদের পুরুষাঙ্গের অনেকটা ক্ষত হয়েছে। তাকে সব ধরণের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel