Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home সারাদেশে প্লট-ফ্ল্যাট দুই ভাইয়ের, হিসাব মেলাতে ঘাম ছুটছে পুলিশের
    অপরাধ-দুর্নীতি

    সারাদেশে প্লট-ফ্ল্যাট দুই ভাইয়ের, হিসাব মেলাতে ঘাম ছুটছে পুলিশের

    Saiful IslamFebruary 24, 20204 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ফ্ল্যাট ও প্লটের সন্ধান মিলছে ক্যাসিনোতে অভিযানের সময় গ্রেফতার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি (বরখাস্তকৃত) এনামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক রূপন ভূইয়ার। এই দুই ভাইয়ের অবৈধ সম্পত্তির হিসাব-নিকাশ ও যাচাই-বাছাই করতে ঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। তাদের অবৈধ সম্পদ খুঁজতে গিয়ে প্রতিদিনই অবাক হচ্ছেন কর্মকর্তারা। তদন্ত শেষে পুনরায় তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছে সিআইডি। অপরদিকে, র‌্যাবের দায়ের করা চারটি মামলার অভিযোগপত্র শিগগিরই জমা দেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থাটি। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তদন্তে তাদের কাছ থেকে সুবিধা নিয়েছেন এমন অর্ধশত ব্যক্তির নামও বেরিয়ে আসছে।

    তদন্ত সূত্রে দুই ভাইয়ের সম্পত্তির কিছু হিসাব পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে-রাজধানীর বানিয়ানগর সূত্রাপুরে ২০১৪-১৫ সালে কেনা ছয়টি ফ্ল্যাট ও এক কাঠা জমি। বাবা চাচাদের নামে ওয়ারী ১০৫ লালমোহন সাহা স্ট্রিটে পাঁচটি ফ্ল্যাট ও পৌনে দুই কাঠা জমি। ১০৬ লালমোহন সাহা স্ট্রিটে ১০ তলা ভবনে ১০টি ফ্ল্যাট ও দুই কাঠা জমি। ১০৩ লালমোহন সাহা স্ট্রিটে এক কাঠার প্লট। ১১৬ লালমোহন সাহা স্ট্রিটে ছয় তলা ভবনে ছয়টি ফ্ল্যাট, ১১২ লালমোহন সাহা স্ট্রিটে ছয় তলা ভবনে ছয়টি ফ্ল্যাট, আধা কাঠা জমি। ১২০ লালমোহন সাহা স্ট্রিটে এক কাঠার প্লট। ৭০ নং দক্ষিণ মৈসুন্দি ওয়ারী সাত তলা ভবনে ১৪টি ফ্ল্যাট।

    আরও আছে, ৬৫/২ শাহ সাহেব লেন গেন্ডারিয়ায় ১০ তলা ভবনে ১৭টি ফ্ল্যাট ও তিনকাঠা জমি। ৭০ বা ৭১ নং শাহ সাহেব লেনে ছয় তলা বাসায় দুটি ফ্ল্যাট ও ১ কাঠা জমি। ৮ নং শাহ সাহেব লেনে পাঁচ তলা বাড়িতে ১৩টি ফ্ল্যাট ও তিন কাঠা জমি। ১৫ নং নারিন্দা লেনে ছয় তলা ভবনে ১১টি ফ্ল্যাট ও দুই কাঠা জমি। ৬ নম্বর গুরুদাস সরদার লেনে ছয় তলা ভবনে ১২টি ফ্ল্যাট ও চার কাঠা জমি। গেন্ডারিয়ায় ১৩৫ ডিস্টিলারি রোডে একতলা টিনশেড বাড়ি ও সাড়ে তিন কাঠা জমি। ওয়ারী থানার পেছনে ৪৪/বি বজ্রহরি শাহ স্ট্রিটে চার কাঠার খালি প্লট। ৮৮ মুরগিটোলা নয়াহাজীতে ৯ কাঠার খালি প্লট। কেরানীগঞ্জে তেঘরিয়া এলাকায় বিশাল এলাকা জুড়ে বাংলো বাড়ি।

    এনু রুপন স্টিল হাউজের নামে বংশাল থানায় ১৪ নবাব ইউসুফ রোডে দোকান, একই রোডে আরেকটি দোকান আছে ভাড়ায় নেওয়া। ধোলাইখালে বাধন এন্টারপ্রাইজ নামে দোকান। ২৯ নং বানিয়ানগরে সুমন শিট কাটিং নামে জহিরুল হক দুলের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা। ১০৩ লালমোহন স্ট্রিটের পাশে ১০১/১০২ নম্বর প্লটে আধা কাঠা জমি। ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে আধা কাঠা জমির ওপর ছয় তলা ভবনে ফ্ল্যাট। নারিন্দা লেন গেন্ডারিয়ায় চার তলা বাড়িতে পাঁচটি ফ্ল্যাট ও পাঁচ কাঠা জমি। এছাড়াও সেখানে ১৫ কাঠার ওপর একতলা তিন রুমের একটি বাড়ি আছে। ১৪ নারিন্দা লেনে পাঁচ তলা ভবনে দুটি ফ্ল্যাট, একটি তিন তলা ভবনে একটি ফ্ল্যাট। সেখানে ডেভেলপার জাহিদ ডায়েম-এর ভবনে এক হাজার বর্গফুটের দুটি ফ্ল্যাট নির্মাণাধীন। ৬৫ শাহ সাহেব লেন খালি টিনশেড বাড়ি।

    ঢাকার বাইরের সম্পদের মধ্যে রয়েছে-মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় ১০ কাঠার খালি প্লট, এনু ও রুপন স্টিল হাউজের জন্য বানিয়ানগরে ভাড়া নেওয়া দোকান। শরীয়তপুর নড়িয়া থানায় ১২ শতাংশ ক্ষেত। পালং থানায় দোমশা গ্রামে ২০ শতক ও ১৪ শতক ক্ষেত। এছাড়াও চট্টগ্রামে, কুমিল্লা ও খুলনা, মানিকগঞ্জে, সাভারে তাদের জমির সন্ধান পাওয়া গেছে। সিআইডি সেগুলো যাচাই-বাছাই করছে।

    অন্যদিকে, তাদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ১৯ কোটি ১১ লাখ ৩৬ হাজার টাকা পেয়েছে পুলিশ। তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

    তদন্ত সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডির এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এরা দুই ভাই ক্যাসিনোর টাকা ব্যাংকে রাখতো না। কারণ তাদের টাকার উৎস বৈধ ছিল না। তারা জমি, ফ্ল্যাট ও স্বর্ণ কিনতো। তবে এসব সম্পত্তিও তারা বৈধ করতে পারেনি। এগুলো অর্জনের আয়ের কোনও বৈধ উৎস এখনও দেখাতে পারেনি। ঢাকার আশেপাশের সবকটি জেলায় তাদের জমি রয়েছে। তবে সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে।’

    তিনি আরও বলেন, ‘এরা দুই ভাই শিক্ষিত না। তারা অবৈধ সম্পত্তি অর্জনের পাশাপাশি সেগুলো উড়িয়েছে। তারা বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছে। এসময় তারা একজন শিক্ষিত লোককে গাইড হিসেবে নিতো। এই দুই ভাইয়ের কাছ থেকে অনেকেই টাকা পয়সা নিয়েছে।’

    সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের ডিআইজি ইমতিয়াজ আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, ‘গত সেপ্টেম্বরে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও অর্থ জব্দের পর তাদের বিরুদ্ধে দায়ের করা মানিলন্ডারিং আইনে দায়ের হওয়া ৯টি মামলা তদন্তের দায়িত্ব পায় সিআইডি। ৯টির মধ্যে চারটি মামলার এজাহারে দুই ভাই এনামুল ও রূপনের নাম রয়েছে। মামলার তদন্ত করে আমরা তাদের গ্রেফতারের চেষ্টা করি এবং কেরানীগঞ্জে এক সহযোগীর বাড়ি থেকে আসামিদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে।’ সূত্র : বাংলা ট্রিবিউন

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    গলা কেটে হত্যা

    লক্ষ্মীপুরে স্বর্ণ চুরি করতে গিয়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা, মূলহোতা গ্রেপ্তার

    October 18, 2025
    রহস্য উদঘাটন

    ফরচুন শপিং মলের সেই ৫০০ ভরি স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

    October 17, 2025
    সতর্কতা জারি

    মেজর জেনারেল কবীরকে ধরতে সীমান্তসহ সব বন্দরে সতর্কতা জারি

    October 12, 2025
    সর্বশেষ খবর
    গলা কেটে হত্যা

    লক্ষ্মীপুরে স্বর্ণ চুরি করতে গিয়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা, মূলহোতা গ্রেপ্তার

    রহস্য উদঘাটন

    ফরচুন শপিং মলের সেই ৫০০ ভরি স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

    সতর্কতা জারি

    মেজর জেনারেল কবীরকে ধরতে সীমান্তসহ সব বন্দরে সতর্কতা জারি

    ৬৫.২ ভরি স্বর্ণালঙ্কার

    হযরত শাহজালাল বিমানবন্দরে ৬৫.২ ভরি স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার ২

    ওসিকে হত্যার হুমকি

    বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে হত্যার হুমকি ছাত্রলীগ নেতার

    একাউন্ট জব্দ

    আইনমন্ত্রী আনিসুল হকের পিএসের ১১৪টি ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ

    সম্পত্তি জব্দ

    সজীব ওয়াজেদ জয়ের সম্পত্তি জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক

    আত্মসাৎ

    চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকা আত্মসাৎ, এনজিওর পাঁচজনকে পুলিশে দিলেন গ্রাহকরা

    ঝটিকা মিছিল

    মাদারীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, গ্রেফতার ১

    মেয়র

    পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন ধানমন্ডি থেকে গ্রেপ্তার

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.